সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পাশের কুষ্টিয়া জেলার পোড়াদহ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সুমন হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। এতে শিশুটির পরিবার ছাড়াও তাদের গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সুমন হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সুমন মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকার লোকজন এগিয়ে গেলে সুমন পালিয়ে যান। এরপর শিশুটির বাবা সুমনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেন।
গতকাল রাত ৮টার দিকে পাশের কুষ্টিয়ার পোড়াদহ বাজার থেকে ধলা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আশরাফ অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করেন। সুমনের বাড়ি গাংনীর কাথুলী গ্রামে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করলে সুমন শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।