মেহেরপুরে নদীতে ডুবে ২ শিশু নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় নদীতে ডুবে তৃপ্তি (৩) ও নুসরাত (৪) নামের দুই শিশু নিহত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ওই ঘটনা ঘটে।
তৃপ্তি গ্রামের আরিফুল ইসলাম এবং নুসরাত মকবুল হোসেনের মেয়ে।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে পরিবারের লোকজনের কাজে ব্যস্ত থাকার সময় কোনো এক ফাঁকে তৃপ্তি ও নুসরাত বাড়িসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। তারই একপর্যায়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
এদিকে, বাচ্চারা নিখোঁজ থাকায় পরিবারের লোকজন একসময় তাদের খুঁজতে শুরু করে। পরে ভোলাডাঙ্গা বাজারসংলগ্ন নদীর অংশে নুসরাতের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করলে তৃপ্তির মরদেহও পাওয়া যায়। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।