মেহেরপুরে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
মেহেরপুরের গাংনী উপজেলায় জাহানারা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার খাসমহল গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জাহানারা গ্রামের রেজাউল হকের স্ত্রী। তাঁর বাবা একই গ্রামের আহমদ আলী।
নিহতের স্বজনরা জানান, ১০-১৫ দিন আগে রেজাউল-জাহানারা দম্পতির মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। তার জের ধরে জাহানারাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন রেজাউল। পরে গতকাল রাতে স্ত্রীকে বাড়িতে ফেরত আনতে যান তিনি। ফেরার পথে তাহাজের পুকুরপাড়ে রেজাউল জাহানারাকে শ্বাসরোধে হত্যা করেন বলে নিহতের পরিবারের দাবি।
পরে ওই ঘটনায় জাহানারার স্বজনরা রেজাউলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, জাহানারার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।