জলবায়ু অর্থায়নে অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি টিআইবির
পোল্যান্ডের কাতোভিতসেতে আসন্ন কাপ-২৪ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চূড়ান্ত রূপরেখা প্রণয়ণ ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সুনামগঞ্জে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শহরের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ছাড়াও নানা পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সভাপতি ধুর্জটি কুমার বসু, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ুর তহবিল থেকে বাংলাদেশকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।