সুনামগঞ্জে আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌর কাউন্সিলর ইদন মিয়াসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে পৌর সদরের বালক উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তাঁরা।
আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া ইদন মিয়া বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দিরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিরাই আওয়ামী লীগের সঙ্গে বর্তমানে আদর্শগত সমস্যা তৈরি হওয়ায় আমি দলত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি। যে জন্য আওয়ামী লীগের রাজনীতি করি বর্তমানে সেই রাজনীতির চর্চা নেই। আর দিরাইয়ে আওয়ামী লীগ আর বিএনপি এই দুই দলই বিদ্যমান।’
ইদন মিয়া বলেন, বর্তমানে নাছির চৌধুরীর নেতৃত্বে বিএনপিকে যোগ্য দল মনে হয়েছে। তাই বিএনপিতে যোগদান করেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশের মানুষ আজ পরাধীন জীবনযাপন করছে। দেশের জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। গুম, খুন, ধর্ষণ, নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানির মাধ্যমে সমগ্র দেশকে বিভীষিকাময় করে তুলেছে। জনগণের সম্পদ লুটপাট করে অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা সম্পদের পাহাড় গড়েছে। দেশের সাধারণ মানুষের আজ জানমালের নিরাপত্তা নেই।
‘সরকার একের পর এক মিথা মামলা দিয়ে দণ্ডিত করে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রেখেছে। তারেক জিয়াকে দেশে আসতে দিচ্ছে না।’
সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী বলেন, দিরাই-শাল্লার কয়েক লক্ষ মানুষ আজ আওয়ামী লীগের গুটিকয়েক নেতার কাছে জিম্মি। তারা হাওর রক্ষা বাঁধের নামে অর্থ লোপাট ও জলমহাল লুটপাটসহ এহেন কোনো অপরাধ নেই যা তারা করছে না। তারা আজ এতোই প্রভাবশালী যে একাধিক হত্যাকাণ্ডের আসামি ও আদালত অবমাননার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও পুলিশের সামনে প্রকাশ্যে জনসভায় ভাষণ দিয়ে যাচ্ছে। এমনকি প্রকাশ্য জনসভায় বিএনপির নেতাকর্মীদের চোখ উপড়ে ফেলার হুমকি ধামকি দিয়ে এলেও সরকার কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।
‘এ সব অন্যায়-অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে দিরাই-শাল্লার মানুষ আজ জেগে উঠেছে। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিতে হবে।’ বলেন বিএনপির প্রার্থী।
দিরাই পৌর বিএনপির সভাপতি হাজি আহমদ মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আবদুল হক মিয়ার পরিচালনায় যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি সজিব রশীদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি বাবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক গুলজার চৌধুরী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, যুবদল নেতা সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রোবেল চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি উবায়দুর চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করেন বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী।