মেহেরপুরে ‘বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মী’ গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে ১৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং এদের বিরুদ্ধে মামলা আছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাড়াভাঙ্গা এলাকা থেকে ওই ১৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, এক কেজি গান পাউডার ও দেশি পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, হাড়াভাঙ্গা এলাকায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল, এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেন তাঁরা।
হরেন্দ্র নাথ জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু নেতাকর্মী পালিয়ে যায়। এ ঘটনায় গাংনী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাবিবুর রহমান (৪২), মো. মনিরুজ্জামান মনি (৩৪), মো. আ. মতিন (৫২), মো. আজমল হক আজমাইল (৩৯), গোলাম জোয়ার্দ্দার (৪০), মো. আশরাফুল ইসলাম (৩০), মো. হবিবার রহমান (৬০), মো. মোস্তাফিজুর রহমান (ভুটি) (৩৫), রাজন (৩২), লিয়াকত আলী (৬৫), মো. নজরুল ইসলাম (৫৫), ইয়ারব হোসেন (৫০), মো. জয়নাল (৪০), আবদুল মান্নান মানা (৫০), শফিউল ইসলাম শফি (৬৫), আব্বাস আলী (৪২), মন্টু মিয়া (৪৫), মো. খেদমত (৩৫) ও মো. শওকত ইসলাম বাবলু (৪৮)।