‘ঢাকার সঙ্গে ৬৪ জেলার ৪ লেনের সড়ক হবে’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের ৬৪ জেলাকে ঢাকার সঙ্গে চার থেকে ছয় লেনের সড়ক দিয়ে সংযোগ করা হবে। সরকার তৃতীয় পদ্মা সেতু করার চিন্তা করছে।
কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ চলছে বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমরা যমুনা নদীর উত্তরের শেষ সীমায় আরো একটি টানেল নির্মাণ করব।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের মহিলা কল্যাণ কেন্দ্রের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সুনামগঞ্জে হাওর এলাকায় রেলপথ নির্মাণের উদ্যোগ শুরু হয়েছে।
মন্ত্রী জানান, সুনামগঞ্জের সঙ্গে মোহনগঞ্জ–ময়মনসিংহ হয়ে সরাসরি ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হবে।
সুনামগঞ্জ জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি নাহিদ আফরোজ সুলতানা সভাপতিত্বে আরো বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহধর্মিণী জুলেখা মান্নান প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।