ইয়েমেনে মসজিদে আইএসের বোমা হামলা, নিহত ১২৬
ইয়েমেনের রাজধানী সানায় আজ শুক্রবার দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ২৫০ জন।
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে। এক টুইটার বার্তায় আইএস হামলায় দায় স্বীকার করে বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তা ও চিকিৎসকের সূত্র উল্লেখ করে রয়টার্স জানায়, জুমার নামাজ চলাকালে চারজন আত্মঘাতী হামলাকারী দুটি মসজিদে হামলা চালায়। মসজিদ দুটিতে প্রধানত ইয়েমেনের শিয়া অধ্যুষিত সরকারের হাউতি যোদ্ধারা নামাজ পড়তে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সানার দক্ষিণাঞ্চলে অবস্থিত বদর মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয় এবং পরে মসজিদটির গেটে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় মুসল্লিরা আতঙ্কে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকি দুটি বোমা বিস্ফোরিত হয় সানার উত্তরাঞ্চলে অবস্থিত আল-হাশাহুশ মসজিদে।