নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান জনপ্রশাসন প্রতিমন্ত্রী
স্বাধীনতার তীর্থভূমি হিসেবে পরিচিত মেহেরপুরের মুজিবনগর উপজেলা। মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার। আর এ সরকারের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।
স্বাধীনতার ৪৮ বছর পর এই মেহেরপুর জেলা থেকে কেউ মন্ত্রিত্ব পেলেন। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের মান উজ্জ্বল করতে চান এ এলাকা থেকে নির্বাচিত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম, উপদেষ্টা তুহিন আরণ্যসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।