সুনামগঞ্জে অতিরিক্ত মালবাহী ট্রাকে ভাঙল সেতু, দুজন নিহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অতিরিক্ত মালবাহী ট্রাকের কারণে ঝুঁকিপূর্ণ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নের রণবিদ্যা এলাকার ওই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া স্টিলের মালবোঝাই একটি ট্রাক রণবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে সঙ্গে সঙ্গে তা ভেঙে খাদে পড়ে যায়। ট্রাকটি জেলার তাহিরপুর উপজেলার বিন্নাকুলী এলাকায় অপর একটি ব্রিজের মালামাল বহনের কাজ করছিল। সে সময় চালকসহ সাতজন শ্রমিক ট্রাকে অবস্থান করছিল। এর মধ্যে পাঁচজন চালকের পাশে ও বাকি দুই শ্রমিক ট্রাকের ওপর ছিল।
সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের রণবিদ্যা এলাকায় এই নির্দেশ অমান্য করে ভারি ট্রাক বেইলি সেতুতে ওঠায় বৃহস্পতিবার তা ভেঙে পড়ে। ছবি : এনটিভি
ট্রাকটি ভেঙে পড়ার পর দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা চালকসহ পাঁচজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিকের একজন ভারী মালামালের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। অপ শ্রমিক নিখোঁজ ছিলেন। বিশ্বম্ভরপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা অনেক চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেন। এখন পর্যন্ত হতাহতদের কারো পরিচয় জানা যায়নি।
পলাশ ইউনিয়নের চালবন এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. রুবেল আহমদ জানান, সকালের দিকে ব্রিজে ওঠার পর পরই ১১ টনের ট্রাকটি ঝাঁকুনি দিয়ে ব্রিজ ভেঙে উল্টে পড়ে যায়। সে সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ভারি স্টিলের পাতের নিচে আটকা পড়েন। তাঁদের একজনের হাত দেখা গেলেও অন্যজনের খোঁজ পরে পাওয়া যায়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রিজসহ মালবোঝাই ট্রাকটি পড়ে গিয়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এরই মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে সেতু ভেঙে পড়ায় বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে।