ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাবার মৃত্যু, মা-নানি আহত
অসুস্থ ছেলের চিকিৎসা করাতে গিয়ে মেহেরপুরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসচালকসহ তিনজন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৪০)। তিনি মেহেরপুর শহরের ঘোষপাড়ার আজিজুর রহমানের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর বয়সী অসুস্থ ছেলের চিকিৎসার জন্য সকালে মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন মোস্তাফিজুর রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী সাথী খাতুন (৩২) ও শাশুড়ি শ্রাবণী নাহার (৪৮)। সকাল সাড়ে ৬টার দিকে মাইক্রোবাসটি সদর উপজেলার আলমপুর নামক স্থানে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসচালক টুটুল হোসেন (৩০), মোস্তাফিজুর রহমান, তাঁর স্ত্রী স্কুলশিক্ষক সাথী খাতুন ও শাশুড়ি শ্রাবণী নাহার আহত হন। অক্ষত থাকে শিশু সন্তান। দুর্ঘটনায় শ্রাবণীর একটি পা কাটা পড়ে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে নিহত মোস্তাফিজুর রহমানের স্ত্রী ও শাশুড়ি। পরে তাঁদের ঢাকায় পাঠানো হয়। ছবি : এনটিভি
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। সাথী ও তাঁর মা শ্রাবণী নাহারকে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ইটভাটার মাটি রাস্তায় জমে ছিল। সকালে বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মরদেহ ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।