সুনামগঞ্জের হাওরে বাঁধের কাজ শেষ না হওয়ায় মানববন্ধন
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা গত ২৮ ফেব্রুয়ারি। কিন্তু এবারও নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে একযোগে জেলার ১০ উপজেলা ও ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।
শনিবার দুপুরে সুনামগঞ্জ আলফাত উদ্দিন স্কয়ার এলাকায় ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে একই সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী ও এ কে কুদরত পাশা, সংগঠনের সদস্য মুরশেদ আলমসহ কৃষক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ার হাওরে কৃষকেরা তাদের বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় আছেন। এখনো অনেক হাওরে বাঁধে মাটি ফেলা হচ্ছে। বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলো গাফিলতি করছে। অনেক কাজে অনিয়ম করছে। নির্ধারিত সময়ে বাঁধ না হওয়ার কারণে হাওরে ফসল ক্ষতিগ্রস্ত হলে এর দায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে নিতে হবে। এবং টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায় অনেক জায়গা থেকে মাটি সরে গেছে বলেও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধনে ঘোষণা দেওয়া হয় আগামী ১৫ দিনে মধ্যে সব হাওরে বাঁধের কাজ শেষ না হলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করা হবে।
সুনামগঞ্জে এবার ৩৭টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ হচ্ছে ৫৬৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে, যা ১৫ ডিসেম্বরে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল।