সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে চারজন নিহত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেরাকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। একই সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে এক বারকি শ্রমিক নিহত হয়েছেন।
ফেঞ্চুগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তেরাকুড়ি এলাকার প্রয়াত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার আনোয়ার হোসেন। দোয়ারাবাজারে নিহত শ্রমিকের নাম আলী হোসেন। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের কোনাপুর গ্রামের মৃত সাফির উদ্দিনের ছেলে।
বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান।
অন্যদিকে দোয়ারাবাজার থানার ওসি জানান, উপজেলার নরসিংপুর ইউনিয়নের কোনাপুর গ্রামের পাশে ছেলা নদীতে বারকিতে বালু তোলার কাজ করছিলেন শ্রমিক আলী হোসেন। দুপুরের দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন।
পরে অন্য শ্রমিকরা এসে তাঁর লাশ উদ্বার করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ স্বজনদের কাছে হন্তান্তর করে।