মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর হাড়িয়াদহ গ্রামের আবুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালের দিকে হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক সিদ্দিকুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, হাড়িয়াদহ এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় সংশ্লিষ্ট ট্রাক ও তার চালক জহুরুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়েছে।