এনটিভি ইউরোপের প্রধান কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন যুক্তরাজ্যে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। গতকাল সোমবার পরিদর্শনের সময় মন্ত্রীকে কার্যালয়ে স্বাগত জানান এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসাইন ও এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার।
মূলত এনটিভি ইউরোপের একটি টক শো অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠান পূর্ববর্তী আলোচনার আগে পররাষ্ট্রমন্ত্রীকে এনটিভি ইউরোপের স্টুডিও ঘুরিয়ে দেখান সাবরিনা হোসাইন। প্রতিষ্ঠানটি ঘুরে দেখে এর প্রশংসা করেন মন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় সংবাদ, টক শো, বিনোদনমূলক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালা এনটিভি ইউরোপ সম্প্রচার করছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগেও ড. এ কে আবদুল মোমেন ২০১৮ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য সফরকালে এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করেছিলেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো তিনি এনটিভি ইউরোপ কার্যালয়ে এলেন।
গত ১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসার জন্য সরকারি সফরে যুক্তরাজ্যে এলে তাঁর সফরসঙ্গী হয়ে আসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।