লাশবাহী গাড়ি পার্কিং করা নিয়ে সংঘর্ষে কিশোর নিহত
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে লাশবাহী গাড়ি পার্কিং করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার এলাকার রায়পুর ও কান্দিগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শাহানুর মিয়া (১৭)। সে রায়পুর গ্রামের বুরহান মিয়ার ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, উপজেলার পাগলা সরকারি উচ্চ বিদ্যালয়ে জানাজার জন্য এক ব্যক্তির মরদেহ লাশবাহী গাড়িতে নেওয়া হচ্ছিল। এ সময় নিহতের স্বজনরা কান্দিরগাঁও এলাকার এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশা সরাতে বললে কান্দিরগাঁও ও রায়পুরের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে রায়পুর গ্রামের শাহানুর মিয়াসহ আরো ২০ জন আহত হয়। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।