ভারি বর্ষণে ফুলেছে নদী, সুনামগঞ্জে বন্যা সতর্কতা
সুনামগঞ্জে কয়েক দিন ধরে ভারি বর্ষণ অব্যাহত থাকায় সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার কয়েক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার সীমান্তের বেশ কিছু নিম্নাঞ্চল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়া, আরপিননগর, নতুন পাড়াসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের বেশিরভাগ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। রাস্তাঘাটে পানি থাকায় মানুষের চলাচলেও অসুবিধার সৃষ্টি হয়েছে।
এদিকে, সুনামগঞ্জ জেলা প্রশাসন আগাম সতর্কতা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে বন্যার পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা ও উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সবকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে কয়েক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি ঘোলঘর পয়েন্ট দিয়ে এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।