গান, নাচ ও কবিতায় সুনামগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুধী সমাবেশ, গান, নাচ, কবিতা আবৃত্তি ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার রাত ৮টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ, হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ, সচেতন নাগরিক কমিটি, সনাক সুনামগঞ্জের সহসভাপতি খলিল রহমান, সুনামগঞ্জ কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি এ আর জুয়েল, যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি হায়দার আলী, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান চন্দ বাঁধন, প্রসেনিয়াম থিয়েটারের সাবেক দলনেতা দেবাশিষ তালুকদার শুভ্র, সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি সংগীত শিল্পী আহসান জামিল আনাস, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, সাধারণ সম্পাদক অমিত বর্মণ, সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি রিপন চন্দ, রঙ্গালয় থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উদীচীর নাট্য বিভাগের সম্পাদক পুলক রাজ, থিয়েটার সুনামগঞ্জের সহ-দলনেতা তামিম রায়হান, সোহানূর রহমান সোহান, নাট্যকর্মী মাজহারুল ইসলাম সোহাগ, মাজহারুল ইসলাম শিপন, পার্থ সাহা, বায়োজিদ, সীমা আক্তার, নাজিবা জাইবা হক দিবা প্রমুখ।
এ ছাড়াও শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, এনটিভি সেই প্রথম থেকে তার নিজস্বতা বজায় রেখে দেশের অনেকগুলো চ্যানেলের মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, আমরা যদি সেই প্রথম থেকে এখন পর্যন্ত লক্ষ্য করলে দেখতে পাই সব সময় এক নম্বর থেকে থেকে ৩ নম্বর অবস্থান ধরে রেখেছে। এনটিভি আমাদের দেশকে সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ভূমিকা আগেও রেখেছে, ভবিষ্যতেও এই ধারাটি অব্যাহত থাকবে। এনটিভিতে হাওর জনপদের আরো বেশি বেশি খবর প্রচার হলে দেশের অনেক জেলা থেকে এই জেলা আরো উন্নত হবে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে' এই স্লোগানের যথাযথ প্রয়োগ এনটিভি করেছে। এই স্লোগানের মধ্যেই এই চ্যানেলটি যে সব সময় আপডেট চ্যানেল তা তারা তাদের কাজে প্রমাণ করেছে। আগেও এনটিভির কাছে আমাদের প্রত্যাশা ছিল। এনটিভি সব সময় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করে আজ ১৬ বছর শেষ করে ১৭ বছরে পদার্পণ করেছে। আমরা চাই দেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে আরো বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে। এনটিভি সেই কাজটিকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা করি।
সুনামগঞ্জ হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, সুনামগঞ্জের মতো পিছিয়ে পড়া জনপদে এনটিভি সুনামগঞ্জের নানা সমস্যার কথা তুলে ধরছে। এর মাধ্যমে দেশের যারা নীতি নির্ধারণ করেন তাদের নজর সুনামগঞ্জের প্রতি পড়ে। আর নানা ক্ষেত্রে এর প্রয়োগও হচ্ছে। সুনামগঞ্জের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে টিভিতে সংবাদ পরিবেশন করে অবদান রেখেছে। ভবিষ্যতে আরো বেশি সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে।
এর আগে রবিউল ইসলাম পুলকের কণ্ঠে জয় গোস্বামীর ‘মেঘ বালিকার জন্য রূপকথা’ কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী মো. সোহেল রানা, রীতা আচার্য্য, সনি চন্দ। নৃত্য পরিবেশন করেন দীপান্বিতা দে হিয়া।