হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বাবা ও ছেলে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের পাগনার হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের ভানু মিয়া (৩৬) ও তাঁর ছেলে সুমন মিয়া (১৩)।
স্থানীয়না জানান, আজ ভোরের দিকে বৃষ্টির মধ্যে গ্রামের পাশের পাগনার হাওরে মাছ ধরতে যান ভানু ও তাঁর ছেলে সুমন। মাছ ধরার একপর্যায়ে সকাল ৭টার দিকে নৌকায় অবস্থান করা ভানু ও সুমনের ওপর বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে নৌকা থেকে পানিতে পড়ে যান তাঁরা।
পরে হাওরের আশপাশ থেকে অন্য জেলেরা গিয়ে পানি থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করের। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সকালে বজ্রপাতের ঘটনায় বাবা ও ছেলের মুত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়েছি। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’
এ নিয়ে গত এক সপ্তাহে জামালগঞ্জ ও তাহিরপুরে বজ্রপাতে একই সঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর তৃতীয় ঘটনা ঘটল।