রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী কাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর, সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী কাল মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে তাঁর বাসভবন মাহবুব ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে।
মরহুমের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরামপুরেও দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। লন্ডনে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।