মালয়েশিয়ায় পেটে রড ঢুকে বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ায় পেটে লোহার রড ঢুকে আয়নাল হক (৪১) নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
আজ বুধবার কুয়ালালামপুরের পান্তাই মেডিকেল সেন্টারের কাছে একটি নির্মাণাধীন সাইটে কংক্রিটের স্তূপের ওপর পড়ে পেটে রড ঢুকে তাঁর মৃত্যু হয়। স্থানীয় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অপারেশন্স (বিবিপি) কমান্ডার হামিদ বিন দাউদ বলেন, ‘জরুরি ফোন পেয়ে দুপুর দেড়টায় আমাদের একটি দল ঘটনাস্থলে পাঠাই। বিবিপি পান্তাইয়ের ১০ জন সদস্য এবং দুটি গাড়ি ছয় মিনিট পরে ঘটনাস্থলে এসে আক্রান্ত এক নির্মাণ শ্রমিককে দেখতে পান। একটি ক্রেনে করে কংক্রিটের স্তূপে কাজ করার সময় ঘটনাটি ঘটে। পরে বিবিপি পান্তাইয়ের কর্মীরা কংক্রিটের স্তূপ সরিয়ে আয়নালের মরদেহ উদ্ধার করে। সে সময় দেখা যায়, তার পেটে লোহার রড ঢুকে গেছে।
হামিদ আরো জানান, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের (পিপিইউএম) চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই আয়নাল হককে মৃত ঘোষণা করেন।