‘আইনের মাধ্যমেই সিরিজ বোমা হামলার বিচার হবে’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার বিচার অবশ্যই হবে। সব অপঘটনারই বিচার হবে। তবে প্রক্রিয়ার মাধ্যমে এবং আইনের মাধ্যমেই বিচার করতে হবে। আমরা আইনের বিচারে বিশ্বাসী। এর জন্য ধৈর্য প্রয়োজন, সহিষ্ণুতা প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধৈর্য ও সহিষ্ণুতা রয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন এদের বিচার হবে।’
আজ শনিবার সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে আয়োজিত আলোচনাসভা শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। ‘নারী শিক্ষার অগ্রগতি: প্রেক্ষাপট, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘যারা ১৪ বছর আগের আজকের এই দিনে সারা দেশের ৬৩ জেলায় গ্রেনেড হামলা করেছিল, তারা সমগ্র জাতিকে জানান দেবার অপচেষ্টা করেছিল যে তারা অন্যায় কাজে নামছে। তাদের আমরা খুঁজে বের করব। যতদিন লাগে বর্তমান আওয়ামী লীগ সরকার অপরাধীদের বের করবে এবং তাদের উচিত শাস্তি দেওয়া হবে। আইনে যে শাস্তি পাবার, তারা তা পাবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরাগ কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, পরিকল্পনা মন্ত্রীর সহধর্মিনী জুলেকা মান্নান, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলিমা চন্দ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।