‘ফ্যামিলি ক্রাইসিস’ : এনটিভি অনলাইনে ছাড়াল ২০ কোটি ভিউ
পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত, খুনসুটি, হাস্যরস—কী নেই। বাস্তবের ঘটনাগুলো যখন পর্দায় ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয় আর তাতে নিজের জীবনের সঙ্গে প্রায় অবিকল মিল খুঁজে পান দর্শক, তখন তা নিশ্চয়ই প্রিয় হয়ে উঠবে।
আর তাই দর্শকপ্রিয়তার শীর্ষে উঠছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। দর্শক দেখছেন তাঁদের পারিবারিক জীবনের সংকটের নানা দিক। পর্দার চরিত্রের সঙ্গে পাচ্ছেন নিজেদের মিল। তাই হু হু করে বাড়ছে দর্শকসংখ্যা। এরই মধ্যে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে শুধু অনলাইন প্ল্যাটফর্মে ২০ কোটিবারের বেশি দেখা হয়েছে ধারাবাহিকটি।
শুধু টেলিভিশনের পর্দায় ‘ফ্যামিলি ক্রাইসিস’ দেখতে গৃহবাসী হচ্ছেন না দর্শক, অনলাইনেও দেখে নিচ্ছেন। এরই মধ্যে ধারাবাহিকটির ৪৫ পর্ব সম্প্রচার হয়েছে।
পারিবারিক টানাপড়েন গল্প নিয়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর রচনাকার মারুফ রেহমান। পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্তর্জাল দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে ধারাবাহিকটি।
‘ফ্যামিলি ক্রাইসিস’ জনপ্রিয়তা পাওয়ায় খুব খুশি পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেছেন, “পরিবারের নানা রকম সমস্যা নিয়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি নির্মিত। নাটকটি সাড়া পাওয়ায় খুব ভালো লাগছে। বিশেষ করে ইউটিউব ও ফেসবুকে প্রচুর মানুষ নাটকটি দেখছে।”
এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মুস্তফা কামাল সৈয়দ বলেন, ‘এটা অবশ্যই খুশির সংবাদ। আমাদের একটি মাধ্যমে এত জনপ্রিয়তা পেয়েছে, ভাবতেই ভালো লাগছে। তবে বাংলাদেশে ধারাবাহিক নাটকের মূল যে কাহিনী, বিশেষ করে গল্প বলার কৌশলের দিক দিয়ে আমরা সবাই পিছিয়ে আছি। এটা নিয়ে পরিচালক ও নাট্যকারদের আরো ভাবা উচিত। তাহলে নাটক আরো সমৃদ্ধ হবে। দর্শকও ভালোভাবে গ্রহণ করবে। আর নাটকের জনপ্রিয়তা ধরে রাখা সবারই দায়িত্ব।’
নাটকটির জনপ্রিয় একটি চরিত্র শেফালী খালা। অভিনেত্রী মনিরা মিঠু এই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে অভিনয় করেছেন। বিশেষ করে তাঁর ‘কীইইই’ সংলাপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মনিরা মিঠু বলেন, ‘২০ কোটি ভিউ হয়েছে কিন্তু কেউ ২০ টাকাও দিল না! কীইই... কীইই...’
মনিরা মিঠু আরো বলেন, ‘পারভেজ (পলাশ) জীবনবাজি রেখে ঝুমুরকে (সারিকা সাবা) ভালোবাসে। পারভেজ যদি ঝুমুরকে বিয়ে না করতে পারে, এটা নিয়ে মারামারি-কাটাকাটি হবে। ঢাকার রাস্তা অবরোধ করা হবে ও ভাংচুর হবে। আমরা সেই মারামারি, ভাংচুর দেখব!’
ধারাবাহিকটিতে রুমা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকটি জনপ্রিয়তা পাওয়ায় শবনম ফারিয়া বলেন, ‘এটি অত্যন্ত গর্বের বিষয়। নাটকটিতে অনেক বৈচিত্র্য আছে। যেমন শহরে বন্দি না থেকে গ্রামেও নাটকটির শুটিং করা হয়েছে। এ ছাড়া নাটকটি নিয়ে প্রচুর সাড়া পাচ্ছি।’
ঝুমুরের চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবা। তিনি নিজেও নাটকটির প্রত্যেক পর্ব দেখেন। অন্তর্জালের দর্শকদের মন্তব্য পড়েন। তিনি বলেন, ‘অর্ধেক দর্শক চাচ্ছেন রায়হানের (শামীম হাসান সরকার) সঙ্গে বিয়ে হোক, আবার অর্ধেক মানুষ চাচ্ছে পারভেজের (জিয়াউল হক পলাশ) সঙ্গে বিয়ে হোক। তবে নাটকটি নিয়ে প্রচুর খুদেবার্তা পাই। ফেসবুকে কোনো ছবি আপলোড দিলেই সেখানে ফ্যামিলি ক্রাইসিস নিয়েই বেশি মন্তব্য পড়ে।’
নাটকটিতে খলিল চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম। ধারাবাহিকটিতে তিনি শবনম ফারিয়া ও শামীম হাসান সরকারের বড় ভাই। ফ্যামিলি ক্রাইসিস নাটক নিয়ে সেলিম বলেন, ‘নাটকের এই দুঃসময় ও দুর্যোগের মধ্যেও একটি নাটকের এত ভিউ হয় কেন? তার মানে বুঝতে হবে, নাটকটির পেছনে যত্ন আছে। বিশেষ করে নাটকে যে কনটেন্ট দরকার, আমাদের বাঙালি সমাজ যে কনটেন্টের নাটক দেখতে চায় ও অভিনেতা-অভিনেত্রীদের যেমন অভিনয় দেখতে চায়—তার সবকিছু এই নাটকের মধ্যে উপস্থিত আছে। তা না হলে এত নাটকের ভিড়ে এই নাটক মানুষ দেখত না। আর তাই নাটকের ক্ষেত্রে কন্টেন্ট ও চরিত্র অনুযায়ী শিল্পী নির্বাচন জরুরি।’
শহিদুজ্জামান সেলিম আরো বলেন, “একজন পরিচালককে সব সময় শুটিং স্পটে উপস্থিত থাকতে হয়। এই নাটকে ছিল। তা ছাড়া পার্শ্বচরিত্রগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাতে নাটকটি অনেকটা বাস্তবানুগ হয়েছে। যেমন—আপনার স্ত্রী যখন ডিম ভাজেন, তখন তিনি শুধু রান্নাঘরে ডিমই ভাজেন না, অন্যান্য অ্যাক্টিভিটিজও থাকে। এ সমস্ত দৃশ্য গুরুত্ব দিয়ে নাটকটি শুরু করা হয়েছিল বলেই দর্শক এটা গ্রহণ করছে। ভালো নাটকের জয় হোক। এই নাটকের যে সাড়া পেয়েছি—‘সিক্সটি নাইন’ বা ‘একান্নবর্তী’ করার পরে—বিশেষ করে, একটি সিরিজ নাটকের ক্ষেত্রে নতুন করে আবার সাড়া পেয়েছি।”
‘ফ্যামিলি ক্রাইসিস’ অনলাইনে ২০ কোটি ভিউ প্রসঙ্গে এনটিভির হেড অব অনলাইন ফকরউদ্দীন জুয়েল বলেন, ‘অনেক দিন পর একটি নাটক পূর্ণ পারিবারিক আবহে নির্মিত হয়েছে। নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে। অনলাইনে নাটকটি আপলোড করতে একটু দেরি হলেই ফোন আসে। আমি নিজেও প্রতিটি পর্ব দেখি। ঝুমুরের সঙ্গে কার বিয়ে হবে, তা নিয়ে আমিও চিন্তায় আছি।’
সপ্তাহে দুদিন, প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শহিদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, রুনা খান, রোজী সিদ্দিকী, মুনিরা ইউসুফ মেমী, মনিরা আক্তার মিঠু, সোহেল খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, মুকিত জাকারিয়া, মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, জিয়াউল হক পলাশ, শিশুশিল্পী রাইসাসহ অনেকে। এ ছাড়া নাটকটি দেখা যাচ্ছে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও।