‘সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন ‘সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।’
আজ শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি ঘূর্ণিঝড় ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন বিতরণ করেন। এ সময় তাঁদের হাতে তিন হাজার করে টাকাও দেওয়া হয়।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। তাদের জন্য চালু করেছে বিধবা-ভাতা ও বয়স্ক-ভাতা। এখন প্রতিটি অসহায় পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে। সমাজে কোনো মানুষ যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে কাজ করছে সরকার।’
তিনি জানান, জেলায় অসহায় ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ৩৫০ বান্ডিল টিন ও ১০ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম।