মেহেরপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক হাজার ৮০০ শিক্ষার্থী যেন সুপেয় পানি পান করতে পারে সেজন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্লান্টটির উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের পরিচালক হাসিব মাহমুদ, ইমপ্যাক্ট মেহেরপুর শাখার ভারপ্রাপ্ত প্রশাসক ডা. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, আলিমুজ্জামান রিপনসহ শিক্ষার্থীরা।
প্লান্ট স্থাপনে সার্বিক ব্যয় বহন করছে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ। সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে প্রতিদিন আট হাজার লিটার সুপেয় পানি পাওয়া যাবে। যা বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর দৈনন্দিন চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে বলে জানান ইমপ্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুর শাখার ভারপ্রাপ্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম।