মেহেরপুরে ৪৬০ বোতল ফেনসিডিলসহ আটক ৪
মেহেরপুরের কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আকবপুর এলাকা থেকে ৪৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে গাংনী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার ট্রাকচালক রাজীব সরদার, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের টিপু, স্বপন ও আবেদ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মাদক কারবারিরা ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আকবপুর চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। পরে ওই ট্রাকের চালকের আসনের পেছনের কেবিন থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে এবং এরপর তাঁদের মেহেরপুর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।