জাপানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ড. বাশার
জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক (Collaborative Professor) পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কবিরুল বাশার।
গতকাল বুধবার রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান তিনি। আগামী দুই বছরের মেয়াদে এ নিয়োগ পেয়েছেন তিনি। সম্প্রতি গবেষণা কার্যক্রমগুলো এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করেন তিনি।
ড. বাশার জানান, কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান স্নাতকোত্তর পর্যায়ের গবেষকদের গবেষণা কার্যক্রম দেখভাল করার দায়িত্ব পেয়েছেন তিনি। এ ছাড়া তাঁর কর্মপরিধির মধ্যে আরো রয়েছে—বাংলাদেশ ও কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময়, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রমে সহায়তা করা প্রভৃতি।
নিয়োগপত্র পেয়ে ড. কবিরুল বাশার বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি যে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আমাকে যোগ্য মনে করে নিয়োগ দিয়েছে। এটা আমার বিশ্ববিদ্যালয় এবং আমার দেশের জন্য অত্যন্ত সম্মানজনক।’
ড. কবিরুল বাশার আরো যোগ করেন, ‘এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের শিক্ষার্থীরা কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণার দ্বার উন্মোচিত হবে।’
উল্লেখ্য, এই কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ড. কবিরুল বাশার। এরই মধ্যে তাঁর ২৩টি গবেষণা কার্যক্রম বিখ্যাত বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
তাঁর উল্লেখযোগ্য ও সফল গবেষণাকর্মের মধ্যে রয়েছে—
ক. সূর্যকন্যা গাছের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করা,
খ. ব্যাঙ ও ফড়িংয়ের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করা এবং
গ. মশা নিয়ন্ত্রণে আলোক ফাঁদ প্রযুক্তির উদ্ভাবন।
এরই মধ্যে ম্যালেরিয়া ও এর বাহক মশা নিয়ে গবেষণা করে সফলতা অর্জন করেন এই কীটতত্ত্ববিদ। এ গবেষণার পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) পদক পান তিনি।