সুনামগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
সুনামগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। তবে আসামিরা পলাতক রয়েছেন।
আসামিরা হলো দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা আয়াকনুর ও মো. শফিক।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে আট বছরের দুই শিশু বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় আয়াকনুর ও শফিক এক শিশুকে ধরে নিয়ে যায়। পরে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে যায়। অপর শিশুকেও ধর্ষণের চেষ্টা করলে সে পালিয়ে যায়।
এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারকাজ শেষে আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন আসামি আয়াকনুর ও মো. শফিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে দুই আসামিই পলাতক রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নান্টু রায় জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মামলার দীর্ঘ বিচারকাজ শেষে এ রায় দেওয়া হয়। তবে আসামিরা পলাতক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আবদুল হক ও অ্যাডভোকেট জুবায়ের আহমদ।