মেহেরপুরে বিলের মধ্যে ২ মাছচাষিকে কুপিয়ে হত্যা
মেহেরপুর সদর উপজেলায় বিলের মধ্যে দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন দরবেশপুর গ্রামের শৈলমারী বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)। সম্পর্কে তাঁরা চাচাতো ভাই।
জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী বলেন, শৈলমারী সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন রোকনুজ্জামান, হাসান আলীসহ কয়েকজন। প্রতিদিনের মতো গতকাল রাতেও দুই ভাই বিলে পাহারা দিতে যান।
এ সময় ১০/১২ অস্ত্রধারী তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয় বলে জানান এসপি। তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।’
খবর পেয়ে এসপি, সদর থানা ও ডিবি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানায় পুলিশ।