মেহেরপুরে ভাইয়ের করিমন চালাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
মেহেরপুরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে শ্যালোইঞ্জিনচালিত করিমনের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (২৬) নামের এক করিমনচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আমঝুপি কেদারগঞ্জ বাইপাস সড়কের কোলা খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা উপজেলার চাড়ুলিয়া গ্রামের রহমত আলীর ছেলে। তিনি দামুরহুদার হোগলডাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তাকিম তাঁর ভাইয়ের গাড়ি করিমন চালিয়ে নিজ বাড়ি থেকে মেহেরপুরের আমঝুপি বাজারে যাচ্ছিলেন। এ সময় আমঝুপি বাজারে ঢোকার সময় কোলা খালপাড়া এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ওই করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোস্তাকিম।
মেহেরপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দ্বারা খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।