বিয়ে করতে বরের বাড়িতে কনে, বিস্মিত এলাকাবাসী
বাঙালির বিয়ে অনুষ্ঠানের চিত্র সবসময় এক। প্রচলিত নিয়মানুযায়ী বিয়ে করতে কনের বাড়িতে যায় বর। গেটে ফিতা কেটে বর ঢুকেন কনের বাড়িতে।
তবে এবার ঘটনা ঘটেছে উল্টো। বরের বাড়ির গেটের লাল ফিতা কেটে বিয়ে করতে কনে গেছেন। সঙ্গে ছিল কনে পরিবারের স্বজনরা।
এই ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিল হাজারো উৎসুক মানুষ।
কনে খাদিজা আক্তার খুশি চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের কামরুজ্জামানের মেয়ে। বর গাংনীর চৌগাছার কমরেড আব্দুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম জয়।
বিয়ের অনুষ্ঠান এভাবে হওয়ায় আনন্দিত কনে খাদিজা আক্তার খুশি। এনটিভি অনলাইনকে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেছেন, ‘এই বিয়েটা নতুন স্টাইলে হচ্ছে, আমার ভালো লাগছে। নারী-পুরুষের সমান অধিকার হিসেবে একজন মেয়ে একজন ছেলেকে বিয়ে করতে তাঁর বাড়িতে যেতে পারে, তা কখনো হয়নি। আমার থেকে এই স্টাইলে বিয়ে শুরু হলো। আশা করছি, অনেকে এখন এই সিস্টেমে বিয়ে করবে।’
একই কথা জানিয়েছেন বর জয়। তিনি বলেন, ‘আসলে ছেলেরা যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে। কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে। আমার ভালো লাগছে। নারী-পুরুষের তো সমান অধিকার।’
এদিকে, ভিন্নধর্মী এ বিয়ের আয়োজন ঘিরে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। সকাল থেকে বরের বাড়ির আশপাশে ছিল বিপুল উৎসুক মানুষের ভিড়।
বিয়ের ভিডিওতে দেখা যায়, মাইক্রোবাস থেকে নামার পর কনেকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বরকে নিয়ে কনে চলে যান তাঁর বাবার বাড়িতে।
বিয়ের আয়োজন সম্পর্কে বরের বাবা কমরেড আব্দুল মাবুদ বলেন, ‘বর যাবে কনের বাড়িতে এটা স্বাভাবিক। তবে নারী-পুরুষের সমতার কথা বলতে গেলে অবশ্যই কনেকে সুযোগ দিতে হবে।’