ঢাকায় বড় বড় ডাকাত ধরা হচ্ছে, গ্রামে জুয়াখোর নেই : মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অবৈধ ক্যাসিনো প্রসঙ্গে বলেন, ‘ঢাকা শহরসহ প্রতিটি এলাকায় ব্যবসার নামে অবৈধ ক্যাসিনো ব্যবসা হচ্ছে। যাঁরা এসব করছে, তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, বিচারের জন্য সোপর্দ করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঢাকায় বড় বড় ডাকাত ধরা হচ্ছে, তাঁরা জুয়া খেলে কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু গ্রাম অঞ্চলে এ রকম ডাকাত নেই, জুয়াখোর নেই।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি, পান করলে নিরাপদ পানি, সুস্থ থাকব সবাই জানি’- এ প্রতিপাদ্য নিয়ে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওয়ায় হতদরিদ্র ৫০০ পরিবারের মধ্যে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
৫০০ কোটি টাকা ব্যয়ে চার হাজার গভীর নলকূপ স্থাপনের প্রথম পর্যায়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নে এই নলকূপ বিতরণ করা হয়।
পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘হাওরাঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জসহ হাওরাঞ্চলের একজন মানুষও যাতে বিশুদ্ধ পানির কষ্টে না ভোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়েছেন। কেবল পানির বিষয় নয়, এই অঞ্চলগুলোর স্যানিটেশন ব্যবস্থারও উন্নয়ন ঘটানো হবে। বিশুদ্ধ পানির জন্য বর্তমান সরকার বড় বড় প্রকল্প হাতে নিচ্ছেন।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আপনারা হাওরাঞ্চলের জন্য প্রকল্প নিয়ে আসেন। হাওর এলাকায় উন্নয়ন করতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মো. আব্দুর রব সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সুনামগঞ্জে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান প্রমুখ।