নেপালে গত ২৫ এপ্রিল-২০১৫ ঘটে যাওয়া ভূমিকম্পের পরের চিত্র নিয়ে ধানমণ্ডির গ্যালারি চিত্রকে ‘নেপাল-রেসিলেন্স অ্যান্ড রিজন্স’ শিরোনামে শুরু হয়েছে আলোকচিত্রী আবীর আবদুল্লাহর সাত দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। একই সঙ্গে রয়েছে কয়েকটি ইনস্টলেশন আর্ট, যার মাধ্যমে আরো বাস্তবিকভাবে ফুটে উঠেছে নেপালে ভূমিকম্পের নির্মম চিত্র। প্রদর্শনীটি ১১ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ছবি : শিপন আলী