‘রকেট’ ছবি দিয়ে ঢাকাই চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম। এতে তাঁর বিপরীতে আছেন মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং ভারতের রাজা চান্দ যৌথভাবে ছবিটি পরিচালনা করেছন। ১৫ জুন-২০১৫, সোমবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে ‘রকেট’-এর মহরত হয়ে গেল। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছবি : মাজহার বাবু