মডেলিং করছেন, পাশাপাশি অভিনয়ও। টেলিভিশন পর্দার প্রিয় মুখ শাহতাজ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বাংলালিংকের ‘কল ড্রপ’ বিজ্ঞাপনের মডেল হয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে মিডিয়ায় আসা এই কিশোরী এখন বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এত কাজের মধ্যেও র্যাম্পে কখনোই দেখা যায়নি তাঁকে। অবশেষে র্যাম্পেও দেখা মিলল প্রাণোচ্ছল শাহতাজকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুস্মিতা সেনের অনুষ্ঠানে গত রোববার সন্ধ্যায় র্যাম্পে হাঁটলেন শাহতাজ। ছবি : শামছুল হক রিপন