জাবিতে দ্বিতীয় দিনে সিএসই শিক্ষার্থীদের আমরণ অনশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো অমরণ অনশন অব্যাহত রেখেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। চারতলাবিশিষ্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে তাঁরা এ অনশন করছেন।
বিভাগের কয়েকজন শিক্ষার্থী এনটিভিকে বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষের সংকট থাকার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন বেআইনিভাবে পরিবেশ বিজ্ঞান ভবনের জন্য তৃতীয় তলা বরাদ্দ দিয়েছে। আমরা কোনোভাবেই আমাদের ভবনে অন্য কোনো ভবনের শিক্ষার্থীদের প্রবেশ করতে দেব না। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন বরাদ্দ বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।’
urgentPhoto
এদিকে পরিবেশ বিজ্ঞানের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, তাঁরা আজ শনিবার চেয়ার টেবিল নিয়ে সিএসই ভবনের তৃতীয় তলায় উঠবেন। তাই সিএসইর শিক্ষার্থীদের আন্দোলন করে কোনো লাভ নেই। এমন পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘ভবন বরাদ্দ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করি, অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’