চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীদের নিয়ে গতকাল শুক্রবার নতুন বছরের প্রথম দিনে রাজধানীর শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হলো ‘মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অব মান্না’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় রাত ১১ টায়। মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম