মডেলিং কিংবা অভিনয়—প্রতিটি ক্ষেত্রে দ্যুতি ছড়িয়ে চলেছেন শাহতাজ। মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে মিডিয়ায় আসা এই কিশোরী সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বাংলালিংকের ‘কল ড্রপ’ বিজ্ঞাপনের মডেল হয়ে। নজরকাড়া রূপ আর স্নিগ্ধ হাসির শাহতাজকে নিয়ে এ প্রজন্মের তরুণদের যেন আগ্রহের শেষ নেই। সম্প্রতি এনটিভি অনলাইনের জন্য শুভ্র সাজে এক ফটোশুটে অংশ নেন শাহতাজ। ছবি : জয়