‘ভালোবাসার পংক্তিমালা’ টেলিফিল্মের শুটিংয়ের ফাঁকে তাহসান ও টয়া। শিহাব শাহীন পরিচালিত টেলিফিল্মটিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন তাহসান ও টয়া। টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, অপূর্ব, মম, মিথিলা প্রমুখ। আসছে ঈদে টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হবে। ছবি : মোহাম্মদ ইব্রাহিম