সালমানের কারাদণ্ড
বলিউডে মিশ্র প্রতিক্রিয়া
১৩ বছর পেরিয়ে গেছে একটি রায় পেতে। অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে ‘দাবাং’ খান সালমানের ঘাড়ে এখন পাঁচ বছরের হাজতবাস। একে তিনি বলিউডের অবিসংবাদিত সুপারস্টার, সেই সাথে ‘বড়ভাইসুলভ’ উদারতায় তাঁর স্থান সবার চেয়ে আলাদা। ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা তাই সহমর্মিতা দেখিয়েছেন। অনেকে আবেগ প্রকাশে সতর্ক, অনেকে মানতে পারেননি আদালতের রায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, সালমানের রায়ে বি টাউনের প্রতিক্রিয়া এখন দ্বিধাবিভক্ত।
রায়ের আগেই জেলখাটা আরেক সুপারস্টার সঞ্জয় দত্তের বোন বলেছেন, সেলিব্রিটি ইমেজই কাল হয়েছে সালমানের। অন্য কেউ হলে এ মামলা নিয়ে এত মাথাব্যথা করত না কেউ-ই। একই দিন হেমা মালিনীর বক্তব্যেও একই সুর মিলেছে প্রায়। আদালতের রায় নিয়ে শ্রদ্ধা প্রদর্শন ছাড়া অন্য কোনো করণীয় নেই-এর সাথে হেমা বলে বসেন, তাঁর প্রার্থনা থাকবে যে সাজা যেন কম হয়।
পুলকিত সম্রাট টুইট করেন, ‘আহা, আজ তিনি যদি সেলিব্রিটি না হতেন!’
ডিজাইনার ফারাহ খান আলী আর গায়ক অভিজিৎ সিং টুইটারে তোলেন আরেক তর্ক। অতি বন্ধুত্বের তোড়ে তাঁরা দুজনেই এই বিচার পদ্ধতি, সালমানের ‘দোষ’, সরকারের দায় ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলে বসেন। ফুটপাথে শুয়ে থাকাকে ‘ক্রাইম’ হিসেবে যাচাই করেন অভিজিৎ, তাঁর অন্য সব টুইট যুক্তির মাত্রা ছাড়িয়ে রীতিমতো নিজস্ব আবেগের পাল্লায় পড়ে যায়। ফারাহ খান আলীর টুইটেও পাল্টা জবাব পড়ে প্রচুর।
আলিয়া ভাটের কথা, ‘আপনজন দোষী হলেও তাঁর সাজা মেনে নেওয়া কষ্টকর। সালমানের জন্য আমাদের সব সময় ভালোবাসা রয়েছে।’ আর সোনাক্ষি সিনহা বলতে চান-রায় যেমনই হোক না কেন, সালমান অবশ্যই একজন ভালো মানুষ। তাঁর এই পরিচয় কোনো কিছুই কেড়ে নিতে পারবে না।
সুস্মিতা সেন এই রায়কে অত্যন্ত কঠোর হিসেবে দেখছেন। নিষ্ঠুর রায়কে তিনি কখনোই সঠিক বিচার মানেন না, আর এই রায়ের বিরুদ্ধে আপিল করা আবশ্যক বলে মনে করেন তিনি।
প্রীতি জিনতার প্রার্থনা, সালমানের মানবিক গুণাগুণ এবং সেবা বা সহায়তামূলক কার্যক্রমকে আমলে নেবেন আদালত।
রায় নিয়ে বিশেষ কিছু বলতে চাচ্ছেন না কেউই। পাছে আদালত অবমাননা হয়ে যায়! তবে তা সত্ত্বেও সোহা আলী খান, বরুন ধাওয়ান, রাভিনা ট্যান্ডন, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, রিতেশ দেশমুখ, করণ জোহর প্রতিক্রিয়া প্রকাশে সতর্ক ছিলেন। আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করার নেই তাঁদের, তবে সালমান ও তাঁর পরিবারের পাশে সব সময় থাকবেন-ঘুরেফিরে এমনই বক্তব্য তাঁদের।
ঋষি কাপুর দিয়েছেন খানিকটা ‘ঐতিহ্যবাহী’ এবং দার্শনিক প্রতিক্রিয়া। ‘খানদের কঠিন সময়ে কাপুররা অবশ্যই পাশে রয়েছেন। সময়ই সব সারিয়ে তোলে একসময়। ঈশ্বর মঙ্গল করুন।’
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গতকাল থেকেই বলিউডের তারকাদের ভিড় দেখা যায়। গতকাল রায়ের পর ৪৮ ঘণ্টার জামিন পেয়ে এই মুহূর্তে আপন আবাসেই রয়েছেন সালমান, পরিবারের সাথে।