জলি-বাপ্পীর অচেনা পৃথিবী ২৮ এপ্রিল, ২০১৭, ১৬:০০ আপডেট: ২৮ এপ্রিল, ২০১৭, ১৬:০০ ‘অচেনা পৃথিবী’ শিরোনামের ছবিতে আবারও জুটি বাঁধছেন বাপ্পী ও জলি। ছবিটি পরিচালনা করবেন সালমান বিন আকরাম চৌধুরী। গতকাল বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে সন্ধ্যা ৬টায় এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম ১ / ৫ ২ / ৫ ৩ / ৫ ৪ / ৫ ৫ / ৫