বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবিটি মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। এর আগে গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ছবিটির গানের অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠিত হয়। ছবির গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, লিজা, সাব্বির, ঐশী প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে তাঁরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ছবির পরিচালক সৌদ, অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, মুন ও নীলা। অনুষ্ঠানে ছবির শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন তৌকীর আহমেদ, অনিমেষ আইচ, ভাবনা প্রমুখ। ছবি : সংগৃহীত