ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ‘সোনাটা’ ছবিটি গতকাল সোমবার সন্ধ্যায়। প্রদর্শনীর আগে ছবিটির পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন এক সংবাদ সম্মেলনে অংশ নেন। এর ফাঁকে এনটিভি অনলাইনের ক্যামেরায় এভাবে ধরা পরেন জনপ্রিয় ভারতীয় এই পরিচালক। ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত শুক্রবার।নয় দিনব্যাপী এ উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ছবি : মোহাম্মদ ইব্রাহিম