পরী মণি ও জায়েদ খান আবারও জুটি বাঁধলেন আরো একটি চলচ্চিত্রে। চলচ্চিত্রের নাম ‘ক্ষত’। গতকাল শুক্রবার এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি প্রযোজনা করছে পরী মণির প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোনার তরী’।এর আগে পরী ও জায়েদ ‘অন্তরজ্বালা’ ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছিলেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম