এনটিভির রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৮’-এর চ্যাম্পিয়ন হয়েছেন শামসুন নাহার। প্রথম রানার আপ হয়েছেন সাইকা ইয়াসমিন ও দ্বিতীয় রানার আপ হয়েছেন নাদিয়া নাতাশা। চ্যাম্পিয়ন ১০ লাখ, প্রথম রানার আপ পাঁচ লাখ ও দ্বিতীয় রানার আপ তিন লাখ টাকা পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আজ রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ, রূপচাঁদা প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের জেনারেল ম্যানেজার ইনাম আহমেদ এবং দি ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান। ছবি : সাইফুল সুমন