কাজী নজরুল ইসলামের ‘আপন পিয়াসী’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘মহুয়ার মায়া’।গোলাম সোহরাব দোদুল পরিচালিত নাটকটির একটি দৃশ্যে ইন্তেখাব দিনার ও সুমাইয়া শিমু। নজরুল জয়ন্তী উপলক্ষে এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। ছবি : সংগৃহীত