এল আর সোহেল পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকটি লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল। তারকাবহুল নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, মুনিরা মিঠু ,আনন্দ খালিদ, নূরে আলম নয়ন, মিমি আজমিম, রিপা প্রমুখ। আসন্ন ঈদে নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। ছবি : সংগৃহীত