পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানারআপ নাজিবা বুশরা হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরার কনভেনশন সিটির রাজদর্শন হলে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার। অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন আজরা, ডি জে সনিকা ও আরজে নিরব। ছবি : অরণ্য জিয়া