ঢালিউডের এ সময়ের ব্যস্ততম নায়িকা আইরিন সুলতানা। ২০১৬ সালে তাঁর অভিনীত ‘এক পৃথিবী প্রেম’ ছবিটি আলোচিত হয়। এখানে জুটি বেঁধে অভিনয় করেন আইরিন ও আসিফ নূর। এর শুটিংয়ের ফাঁকে এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। বর্তমানে ‘সেভ লাইফ’-এর শুটিং নিয়ে ব্যস্ত আইরিন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর পাঁচটি চলচ্চিত্র। ছবি : কামরুল ইসলাম