চলচ্চিত্রের মারামারির বিশেষ দৃশ্যগুলো ধারণ করার সময় আহত হতে পারে শিল্পী। এ কারণে বিশেষ শিল্পী দিয়ে সেগুলোর শুটিং করানো হয়। তবে ছবির বিশ্বাসযোগ্যতা ঠিক রাখতে এমন অনেক দৃশ্যে শাকিব খান নিজেই অভিনয় করেন। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির অ্যাকশন দৃশ্যেও এভাবে অভিনয় করেন তিনি। এফডিসিতে ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তিনি। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনব বুবলী। ছবি : কাজী মনির